হারিয়েছে গতি সে কবে
মৃত নদী বলে ডাকে লোকে।
বেরিয়ে ছিল সে মূল নদী থেকে
দেয়নি জল আর তাকে ।
ফিরে যাওয়ার পথে জমেছে পলি
সামনের দিকে সে বয়ে যায় খালি।
হারিয়েছে জল হয়েছে স্রোতহীন
শেষ হয়ে যায় তার যৌবন।
জল যা দেয় মেঘ চলে তাতে
লোকে তুলে নেয় নানা কাজে।
আর সবাই ভুলে গেছে তারে
ভুলেনি কচুরিপানা তাকে।