মেঘেদের সাথে জমে না প্রেম
প্রতি ক্ষণে ক্ষণে সে পাল্টায় রূপ।
দেখেনি তারে অপেক্ষা করতে
বারে বারে যায় দূরে চলে।
গ্ৰীস্মের মেঘ বড্ড অহংকারী যে
নিত্য কলহ লেগে তার ঠোঁটে।
শ্রাবণের মেঘের কান্না ভারি
আমি তারে সইতে না পারি।
শরতের মেঘকে লেগেছিল ভালো
চলে যায় দূরে অন্যের মনে আলো ।
শীতের মেঘের কুয়াশায় লুকোচুরি
বড্ড আলসে সে তার সাথে আড়ি।
কার প্রেমে পড়বো না জানি
নদীর তীরে বসে তার নীলাজল দেখি।