আমরা মধ্যবিত্ত -
আমরা দেশের মেরুদন্ড ।
আমাদের দরকার ভোটে
আসলে আমরাই সরকার গড়ি
ভাবি সরকার তো আমাদের হবে।
কিন্তু সব যেন বীপরীত হয়ে যায়।
গলায় ফাঁস পড়তে শুরু করে
সরকারের পুঁজিপতি প্রীতির ফলে।
আমাদের সঞ্চয় জমে ব্যাঙ্কে
ধনীরা লুঠে নেয় সরকারী সাহায্য ।
আমরা মধ্যবিত্ত -
দিতে চায়না ব্যাঙ্ক লোন যে,
পায়ের চটি ঘসে ঘসে যায় ক্ষয়ে।
আমরা মধ্যবিত্ত -
মেনে চলি আইনকে।
আমরা মধ্যবিত্ত -
সাজানো সোকেশের মত,
জ্বলজ্বল করি উপর থেকে ।
আমরা মধ্যবিত্ত-
বাজারে দামদর করে ,
ঘাম মুচি রুমালে।
আমরা মধ্যবিত্ত
স্ট্যাটাসে স্ট্যাটাসে ক্লান্ত।
আমরা মধ্যবিত্ত
বড় হিসেবী হয়েও
হয়ে যায় বেহিসাবি।