সারারাত জাগি মা
দেখা তোমার পায় না,
তমঃ জ্যোতি তোমার রূপে ,
দেখা কেন দাও না মা।
গভীর আঁধারে কিছু না দেখি মা
হারিয়ে গেছে পথ মাগো,
চলার পথে দাও আলো মা।
আর করো না মা লুকোচুরি
দেখা দাও মা ভক্তের ভক্তি।
নীলাকাশে তোমায় ভুলি
দেখ মা আঁখি তুলি।
বুঝেছি মা অবোধ আমি
আঁধারে পড়ে মা তোমায় খুঁজি।
দেখা দাও মা ভবতারিণী,
দেখা দাও মা দক্ষিণেশ্বরী,
দূর করে দাও মা আঁধার রাত্রি,
দূর করে দাও মা সব গ্লানি।
আঁধার ভেদ করে মা
জ্বালিয়ে দাও আশার বাতি।