মা ,আমি তোমার পথ চেয়ে আছি
এ ভবের দুঃখ সাগরে সাঁতরিয়ে যায় মা
মা,কবে তুমি দেবে পাল তোলা নৌকা আমায়
মা,পার করে দেবে জগত সংসারের দুঃখ সাগর।
মাগো,জেনে শুনে করেছি ভুল বারে বারে
তোমার উজ্জ্বল উপস্থিতি করেছি অবহেলা
চারিদিকে ঘনায় আঁধার চোখ নাই পথ
মাগো ,তোমায় ডাকি দাও পথ আমায়।