লটারি!লটারি!লটারি!
সব নম্বর মিললেই এককোটি।
পাঁচ সেম,দশ সেম, পঁচিশ সেম
মাত্র ছ টাকায় বাঁধে যদি কোটি।
কেউ বা হয় রাজা কেউ বা ভিখারী
কোটির নেশায় ফকির হয় তাড়াতাড়ি।
হাটে, বাজারে,চায়ের দোকানে পাশে দোকান লটারি
চায়ে চুমুক দিতে দিতে উঁকি মারে ভাগ্যে কোটি।
দুপুর একটা, সন্ধ্যা ছয়টা ,রাত আটটা
তিন বেলা হবে যে তিন কোটিপতি ।
হয় কত ভিখারী খবর কেবা রাখে
যদি হয় কোটিপতি ছবি কাগজে ছাপে।