তোমাকে সামনে না দেখলে
আমার মাথা, কপাল ছটপট করে।
চোখ দুটো চারিদিকের ধোঁয়ায়
জ্বালাপোড়া করে কেঁদে যায়।
তোমার হাতে হাত না দিলে
হাত দুটি যন্ত্রনায় ছটপট করে।
তোমাকে একবার চুম্বন না করলে
ঠোঁট দুটো সারাদিন নিজেরাই ঝগড়া করে।
তুমি তো আফিমের নেশা আমার কাছে
দেহ মন খানি শান্ত হয় তোমার স্পর্শে।

লকডাউনে -তোমায় শুধু মোবাইলে দেখি
আফিমের নেশার মত যন্ত্রনায় কাতরেছি।
ছ মাস তোমাকে না দেখে আমার মন মানসিক রোগী
ডাক্তার তো একমাত্র  ছিলে আমার তুমি।
করোনা শত্রু আমাদের প্রতিদিনের প্রেমে
ছয় মাসের নরক যন্ত্রণায় জীবন গেছে জ্বলে ।