সেদিন বাজারে দেখি গিয়ে
ল্যাটা মাছ  ভর্তি  বাজারে।
মাঝারি শীতের আমেজে
টমেটো,কলাইবড়ি দিয়ে-
ল্যাটা মাছের ঝোল
আর কি চাই খেতে ।
কিনে আনি এক কেজি
কিছু আর নাহি ভাবি।
ঝোলার মধ্যে নড়েচড়ে
মনের মধ্যে ঝিলিক মারে।
নিয়ে এসে বাড়িতে
রাখি বউএর সামনে।
মাছ যত নড়ে চড়ে
বউ তত যায় রেগে।
বাজার থেকে আঁশ ছাড়িয়ে
আনিনি আমি যে।
বোঝাবো কেমন করে
বৃদ্ধ মাছ ওয়ালার-
হাত যে ভালোই কাঁপে ।
আর সবাই এর মাছ
বিক্রি হয়ে যায় কাটে বলে,
বৃদ্ধ জেলে বসে  মাছ গোনে,
তাই তুলে নিই কেজি খানেক
যা ছিল তার কাছে।
একদিন সে কত মাছ
বেছে দিয়েছে নিজ হাতে।
নিষ্ঠুর সময়ের সাথে সাথে
বৃদ্ধ হয়েছে আজ যে সে।
গল্প বলি বৃদ্ধ জেলের
বউ যে আমার মন জানে।
লাগবে আমার এক পোয়া
কেন কিনি চার পোয়া?
ল্যাটা মাছের ঝোলে
মনের স্বাদ মেটে!
বৃদ্ধ জেলে শীতল জলে
আজও জীবন নৌকা টানে।