লাল কালো সাজে
মন হরণ করে সে।
আঁখি নাহি ফেরে
তার সৌন্দর্য ভরে।
দিয়েছে বিধাতা তারে
গড়েছে নিজ হাতে ।
লাল কায়া কালো কেশে
চকিত করে অক্ষি যুগলে।
ছিল সে লুকিয়ে কোন বনে
দেখেছিলাম কি তারে ?
দেখিলাম তারে সন্মুখে
দিশাহীন তার রূপে।
খুঁজে পেয়েছি তারে মনো চক্ষে
অনেক ফলের মধ্যে থেকে ।
কেড়েছে নজর রূপ গুন
হয়েছে সে হৃদয়ালীন।
পারি না তারে ছেড়ে আস্তে
নিই তুলে মনের মধ্যে ।
মনের ওজন যায় বেড়ে
পারি না তারে নামিয়ে দিতে।