কোথায় যাব ?কোথায় যাব?
চারিদিকে উঁচু পাহাড় !
কোথায় যাব ?কোথায় যাব ?
চারিদিকে জলাধার !
কোথায় যাব? কোথায় যাব?
চারিদিকে বাঘের গর্জন !
কোথায় যাব ?কোথায় যাব?
চারিদিকে নেকড়ের দল!