তুমি বসন্তে ডেকে ডেকে ক্লান্ত
কেন এত ডাকো?
ডেকে ডেকে কেন কন্ঠ কর ক্ষত বিক্ষত?
বসন্তে তোমায় পায়-তারপর কোথায় লুকিয়ে পড়ো?
বসন্তে আসলে কি শুধু তোমার -প্রিয়ার কথা পড়ে মনে?
তোমার শুধু বসন্ত- আর আমার বাকি ঋতু থাকে পড়ে ।
মনে যে বসন্তের আগুন জ্বালিয়ে দাও তা বেড়েই চলে
ভুলে যেতে চাই আর তুমি বারে বারে মনে করে দাও তারে।
মন কী কোন যন্ত্র ?- বসন্তে জাগবে অন্য সময় ঘুমাবে।
তুমি কি করে পারো বাকি সময় ভুলে থাকতে তারে?
আমারে শেখাও তা -ভুলে যেতে চাই তারে।
তোমার হ্নদয় বসন্তে রক্তাক্ত-আমার যে সব ঋতুতে।
তুমি আর এসো না বসন্তে -নাই ফুটুক ফুল
ক্লান্ত মনে কি হবে বসন্তের গন্ধ টুকু ?