কিছু না
তোমাকে আমার ভালো লাগে।
কিছু না
তোমাকে দেখে আমার মনে ,
ভালোবাসার অনুভূতি আসে।
কিছু না
বলব বলব করে জিভ যায় আটকে।
কিছু না
তোমার মুখে তাকিয়ে সব কথা
অস্ফুট হয়ে যায় থেকে।
কিছু না
তোমার একবার হাতটি ধরে
ভালোবাসার প্রকাশ চায় করতে।
কিছু না
তার পর কোনদিন তোমার
ঠোঁটে ঠোঁট রাখার বাসনা।
কিছু না , কিছু না বলতে বলতে
তুমি দূরে যাচ্ছ চলে।
কিছু একটা তুমি
চেয়েছিলে শুনতে মুখে।
জিভে আটকে যাওয়া শব্দ
বাইরে আর আসে না বলতে।
আসে কিছু শব্দ নিয়ে
অন্য প্রসঙ্গের আড়ালে ।
আর বুকের মধ্যে ভালোবাসার
শব্দ গুলো পিঞ্জরে মাথা কোটে।