কিছু কথা ছিল তোমার আমার
কিছু ব্যথা ছিল লুকানো দুজনার ।
কিছু একটা না পাওয়ার দুজনের বেদনা
কিছু তোমার হারানো কিছু আমার কান্না।
কিছু স্বপ্ন ছিল দুজনের চোখে
কিছু স্বপ্নকে দেখেছি হারিয়ে যেতে।
কিছু তুমি হয়ত গেছো ভুলে
কিছু আমি হয়ত গেছি ভুলে ।
সব কিছু ভুলে তুমি ও আমি
রয়েছি কেমনে আপন মনে খুশি!