কি দেখিলাম !
তোমার রূপ।
নীলাকাশে ভেসে বেড়ানো
সাদা মেঘ ।
একফালি শরীরে
বিদ্যুতের ঝলক!
তরঙ্গময় নদীর
উচ্ছ্বাস!
প্রস্ফুটিত পদ্মের
মনোভিরাম!
সাদা বকের ডানা মেলা
নীলাকাশ!
সবুজের মধ্যে থেকে
নেমে আসা ঝর্না!
নীল ঢেউয়ের সাদা
তরঙ্গ।
ঘুটঘুটে অন্ধকার
কেশ!
ললাটের বিন্দু শোভিত
শুকতারা !
কি দেখিলাম!
স্থির পলক অস্থির মন।
লুকিয়ে রেখেছিলে
কোথায় ?
পারি না আঁখি ফেরাতে।
নাও ডুবিয়ে তোমার
রূপে।
লীন হয়ে যায় তোমার
হৃদয়ে।