খুন করেছি নীল প্রজাপতির
ডানা গুলো একটি একটি করে ছিঁড়ে ,
পা গুলো উপরিয়ে দেহ থেকে -
ছটপট করত করতে গেছে মারা সে!
কেউ তো বলে না খুনি কে?


শিশু ভূমিষ্ঠ হবার আগেই ,
গর্ভে গলা টিপে হত্যা করে,
কেউ তো খোঁজে না খুনি কে?

বিষ বায়ু নিতে নিতে নানা রোগে
মারা যায় কত লোক তিলে তিলে
কেউ  তো খোঁজে না খুনি কারা?

দেশ দেশ করে হাজার হাজার শিশু- মানুষের
জীবন নিয়ে ছিনিমিনি খেলে যারা
কই কেউ তো বলে না খুনি তারা?

খুনি কে? খুনি কারা?
আইনের বাইরে আছে আর এক আইন!
করবে কে বিচার?
কোন ধারায় হবে বিচার?
এখানে খুনি যে সবাই!