পাহাড়ের উঁচু বাগানটা আমার জন্য নয়?
সাতটি শিষের স্পর্শ কি আর পাবো না?
তুমি বলো ,সকাল সন্ধ্যা তোমায় ডাকি
তোমার ভালবাসা অচ্ছুৎ আমার জন্যে কি?
সংসার ধর্মের মায়াজালে কেউ কি করেনি ভুল ?
কর্ম -ধরমের গোলক ধাঁধায় হারিয়ে গেছে পথ
হয়ত দাঁড়িপাল্লার মাপে হয়ে গেছে হেরফের ,
সামান্য ভুলে তুমি দিয়েছ গভীর খাদ ,
দিয়েছ মই পচা কাঠের যতই উঠি ততই যে নামি।
দাও সে সাতটি ধানের শিষ - খাদ থেকে উঁচু পাহাড়।
দাও সে দাঁড়িপাল্লা যাতে ওঠে সমান মাপ,
নতজানু মস্তক, দুহাত পাতি -দাও ক্ষমা করে পাপ।