তোমার চোখে দেখেছিলাম একটু আশার আলো
কাঙাল ভালোবাসা হয়ত হবে এবার জমকালো।
ক্ষীণ সে প্রেম আলো টিমটিম করে জ্বলে মন ঘরে
ভয়ে সিটিয়ে যায় মন অজানা ঝড়ে যায় যদি নিভে।
লোহার দেওয়াল চারিদিকে একটু একটু করে তুলি
রেখে দেব তোমারে লোহার মন ঘরে যাবে না পা তুলি।
ছিল দুর্বল মাটির দেয়াল মন গেছিল ভেঙে ঝড়ে
তোমার চোখে জ্বলা ক্ষীণ সে ভালোবাসা দেবো না আর নিভতে।