যদি তুমি বলতে পারো
তবে আমি শুনবো।
আর তুমি যদি বলতে না পারো
তবে আমি বলছি তুমি শোনো।
তোমার নিরবতা নয় দুর্বলতা
সে তো আমারই সবলতা,
আমার ই শক্তি, আমার ই ভাষা।
সেই মুষ্ঠিবদ্ধ হাত আজ হারাইছে শক্তি
সেই কলমের কালি আজ নিঃশেষ।
সেই প্রতিবাদী কণ্ঠ আজ হারিয়েছে সুর
কি মোহে বা কি লোভে
ক্যানভাসে পড়ে না কালি
বিক্রি হয়ে গেছে সবই।
ঘুমিয়ে থাকবে কি চেতনা?
জেগে ওঠে বিবেক- আর কত!