যদি সে আসে ফিরে
তার সেই চেনা পথে
শিমুল গাছটি এখনও
হয়ত তার প্রহর গোনে।
যদি সে আসে ফিরে
শ্যামলা ঘাসের পথ ধরে
এখনও সেই কৃষ্ণচূড়া
হয়ত তার অপেক্ষায় থাকে।
যদি সে আসে ফিরে
নদী জল পথে ছিটিয়ে
কাশফুলের পাপড়ি গুলি
হয়ত তার জন্য দাঁড়িয়ে থাকে।
যদি সে আসে ফিরে
সব অভিমান দূরে ফলে
মনের মধ্যে ঝড় ওঠে
দাঁড়িয়ে থাকি তার জন্য ।
দাঁড়িয়ে থাকি তার জন্যে
সবাই একে একে যায় চলে
অমাবস্যার রাতে পাবে কি চাঁদ সে?
ধ্রুবতারা আর আমি থাকি পথ চেয়ে।