দেবীরে পূজো করি
দেবীরে হত্যা করি।
এ কেমন সমাজ
আমরা রচি‌।
কত নামে ডাকি
মাদূর্গা, মালক্ষী ,মাস্বরসতী
মন ভক্তিতে পূজা করি।

রক্ত মাংসের জীবন্ত দেবী
নানা রুপে চিনি।
কারো মা,কারো কন্যা
কারো স্ত্রী ,কারো প্রেমিকা ।
রক্তমাংসের জীবন্ত দেবী
নেই কোন ভক্তি
তাই সহজে গলা টিপে ধরি।
কিন্তূ সে জীবন্ত দেবীরে
দিতেম একটু ভক্তি
শান্তি পেত স্বর্গের দেবী।