বৃষ্টি, আর দরকার নেই তোমাকে,
তোমার ঝরে পড়া শব্দ শুনে
বেরিয়ে পড়তাম হয়ত সে বাইরে ভেবে
আজ ঝরে গেছে সে ভিতর থেকে বাইরে।

বৃষ্টি, তোমার ঝরে পড়ায় ছাতা মাথায়
আমি আর সে কতবার বেরিয়েছি বাইরে ।
ভালোবাসার শিহরন জেগেছে কতবার যে
আজ সে ঝরে গেছে মন থেকে বাইরে।

এখন গাছ থেকে পাতা ঝরে পড়া দেখি।
উড়ন্ত পাখির ডানা থেকে ঝরে পড়া পালক গুনি।
নিষ্ঠুর বজ্রপাতের ঝরে পড়ার শব্দ শুনি।
ভাবি সে হয়ত ঐ বাজের মত ঝরে গেছে মন।

একদিন তাকে নিয়ে স্রোতে সাঁতার দিয়েছি।
সবুজ বনে  ময়ূরের ডাক শুনেছি।
আজ স্রোতহীন নদীতে সাঁতার কাটি।
মরা বনের শুকনো গাছের মর্মর শব্দ শুনি।

ঝরে গেছে মন তার প্রতি
যেভাবে ঝরে পড়া শিশির আর যায়না ফিরে
যেভাবে ঝরে পড়া গাছের পাতা আর যায়না ফিরে
ঝরে গেছে মন তার দিকে আর যাবে না ফিরে।