যেদিন পাবে না
তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে না।
পায়ের তলা থেকে মাটি সরে যাবে না।
শান্ত নদী বিক্ষুব্ধ হয়ে যাবে না।
সমুদ্রের বিক্ষুব্ধ টেউ শান্ত হয়ে যাবে না।
সূর্য ওঠা বা ডোবা বন্ধ হয়ে যাবে না
পাখি গান গাইতে ভুলে যাবে না।
জনস্রোত থমকে যাবে না।
যেদিন পাবে না
তোমার হৃদয়ের মধ্যে জল বয়ে যাবে
একটা গভীর খাদের মধ্যে দিয়ে
নদী সৃষ্টি হয়ে বয়ে যাবে।
চারিদিকে অজস্র অদৃশ্য পাহাড় দাঁড়িয়ে যাবে।
আমাকে খুঁজেই যাবে ।
মনে হবে এই তো আমি
কিন্তু অদৃশ্য থেকে যাবো তোমার চোখে।