নৌকা চলেছে জীবন নদীতে
একা টানি অনেক  যাত্রী ওঠে,
আছে অনেক পার -ওঠে নামে,
এই ভাবে চলে যায় জীবনখানি ।
যাওয়া আসায় হয় অনেক কথা
সুখ -দুঃখ নদীর জলে বয়ে যায়
দাঁড় টেনে দিই এগিয়ে মোহনায়।
দাঁড় টেনে টেনে ক্লান্ত দেহ মন
কত জনকে দিয়েছি পার করে ।
জীবন নদীতে বয়ে চলে নৌকা
অচেনা ঢেউয়ে বারে বারে ভাঙে দাঁড়
নতুন করে গড়ি দাঁড় - অচেনা ঢেউয়ের আশঙ্কায়।