যাওয়া বললেই যাওয়া ?
সময় লাগে! সময় লাগে !
সন্ন্যাসী হওয়া বললেই কি যায় হওয়া?
তিলতিল করে গড়া সংসার পিছন টানে।
যাওয়া বললেই হয় না যাওয়া,
সন্তানের মুখভরা আদর আঁকড়ে ধরে।
আলো যারা দেখিয়েছে জগতে
দায়িত্ব যার নিয়েছ ঘাড়ে তারে ছাড়া যায়?
যাওয়া বললেই সংসার যায় না ছাড়া।
যাওয়া বললেই দায়ভার ঠেলা যায়?
সংসার ছেড়ে হয়েছেন ভগবান
তারা ছিলেন দেবতূল্য ,তাদের তুলনা নাই।
মাটির মানুষ, মাটিকে ভালোবেসে সংসার করে যাই
যাওয়া বললেই যাওয়া , সন্ন্যাসী হওয়া যায়?
যেতে হবে সবাইকে একদিন শেষ যাওয়া।
যাওয়া বললেই যায় না যাওয়া সেথায়।