ভেবেছিলাম তোমাকে কাছে পাবো
হিসাব মেলেনি।
ভেবেছিলাম চাকরিটা সহজে হয়ে যাবে
হিসাব মেলেনি।
ভেবেছিলাম ভালো খেলোয়াড় হবো
হিসাব মেলেনি।
ভেবেছিলাম ভালো লেখক হবো
হিসাব মেলেনি।
ভেবেছিলাম নিরোগ শরীরে কাটিয়ে দেবো
হিসাব মেলেনি।
ভেবেছিলাম একটা সুন্দর বাড়ি হবে
হিসাব মেলেনি।
ভেবেছিলাম চাকরির পর ব্যাঙ্ক ব্যালেন্স হবে
হিসাব মেলেনি।
ভেবেছিলাম অবসরের পর শুধু তুমি আর আমি
হিসাব মেলেনি।
ভেবেছিলাম যোগ বিয়োগ জানা থাকলেই হবে
হিসাব মেলেনি।
জীবনের জটিল হিসাব অঙ্কের খাতায়
মেলে কি?