একদিন সব যন্ত্রনা- বেদনা
মাথা নত করবে মরনের কাছে
একদিন আমার প্রেম যেমন
তোমার কাছে করেছিল আত্মসমর্পণ।

দেহ তো মিশে যাবে জল,বায়ু , মাটির সাথে
আমার  আত্মা হয়ত নতুন দেহে
খুঁজে নেবে নতুন প্রেম অন্যের দেহে।
জীবনে তুমি থেকে গেলে অপূর্ণ হয়ে।

জীবন তো চেয়েছিলো খড়কুটোর মতো
তোমাকে জড়িয়ে কাটিয়ে দেবো অনন্ত বসন্ত।
তোমার চোখে সূর্যোদয়ের প্রতিদিন ছবি দেখে
কোন কিছু পূর্ণ নয় বলে অপূর্ণ থেকে গেলে।

ভেবেছিলাম তোমাকে পাবে এই জীবন পরিপূর্ণ
না পেলো আংশিক না পেলো ক্ষনিকের জীবন
চাঁদ আংশিক থেকে ভালোবাসা দেয় পূর্ণ
তোমাকে না পেলাম দ্বিতীয়ায় না পেলাম পূর্নিমায়।

সময় থাকে না অপেক্ষায় কারোর অপেক্ষা
এই জীবন হারিয়ে দেয় সময়কে এক লহমায়
জগদ্দল পাথরের মত অপেক্ষা -হয় নাকো শেষ
জীবন হয়েছে নত তোমার কাছে- হে মরন।