হে আল্লা-
চেয়েছি কত তোমার কাছে
ছিল শুধু তা আমার জন্যে ।
আশা দোলাচলে দিয়েছ তুমি তিলে তিলে
পড়ন্ত যৌবনে।
দিয়েছিলে নৌকা টানতে
পেরেছি কতটা জানিনে ,
দিয়েছি তোমায় কতটা জানিনে।
দিয়েছিলে পিতা মাতার স্নেহ
রেখেছি কতটা তাদের দান!
আমিত্বের পাহাড়ের ঘেরা মন
ভয় করে পার করতে সমুদ্র।
জাহাজ মস্ত বড়
ছেড়েছি ছোট নৌকা কবে
আমিত্বের জাহাজ
ঝনঝন করে কাঁপে অজানা ভয়ে
সাঁতরে যাব কি?
ছিল ছোট নৌকা খানি
ছিল পাল,ছিল দাঁড়
কিন্তু সবই তা তীরে ফেলেছি,
আজ মধ্য সমুদ্রে জাহাজ বিকল।
হে আল্লা-
ভেঙে দাও ঐ পাহাড়
সরিয়ে দাও আমিত্বের জজ্ঞাল
ফিরিয়ে দাও দাঁড় ,পাল- নৌকা খানি
দাও সে পদতল স্নেহের আভরন।