নদীর এপার ভাঙে ওপার গড়ে
কার কি এসে যায় তাতে।
ঘরবাড়ি,জমি জায়গা হারিয়ে  জলে
বোঝে সে হারিয়ে যাওয়া কে।
তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলায়
কাড়ে জীবন কত,হয় বাস্তুচ্যুত।
বোঝাবে কে হারিয়ে যাওয়ার মানে
শূন্যতা শূন্যতা শুধু বোঝে হারিয়ে যাওয়াকে।

যে নারী হারায় স্বামী
যে সন্তান হারায় পিতামাতা
যে হারায় তার প্রেমিক বা প্রেমিকারে
যে পাখি হারায় নীড় ঝড়ে
যে নদী হারায় গতিপথ
শুধু সেই বোঝে, শুধু সেই বোঝে-
হারিয়ে যাওয়ার শূন্যতা কত যে-
শূন্যতা শূন্যতা শুধু বোঝে হারিয়ে যাওয়াকে।