বাতাসে শুনেছিল ঘুষ না দিলে
হবে না চাকরি।
পড়াশোনায় ছিল না তার মন
যখন দেবে উচ্চমাধ্যমিক ।
মনে গেঁথে গেছিল ঘুষ দিলেই হবে চাকরি।
টেনে টুনে করেছিল পাশ ভেবেছিল হবে
দেখতে দেখতে করে গেল পাশ বিএ।
বত্রিশ হয়ে গেল এখন পায়নি চাকরি।
দালালের ফাঁদে পড়ে শুধু শোনে এই হল ।
যদি শিখিত মন দিয়ে ভালো করে অঙ্ক
হয়ে যেত পরীক্ষায় পাশ তার সঙ্গ।
বাতাস বলেছিল ভালো করে পড়ো
তার কানে বেজেছিল দালাল ধরো।
"পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"
কথাটা কত খাঁটি বুঝিতে জীবন দেয় ফাঁকি।