ফিরে আসতে চাই
তোমার কাছে শুধুই তোমার কাছে।
কোকিল যে ভাবে
ফিরে আসে বসন্তে কাছে
সে ভাবে ফিরে আসা নয়।
যে ভাবে সূর্য এক অংশ
থেকে আর এক অংশে ফেরে
বা পূর্নিমার মতো ফিরে আসা নয়।
চাঁদের ফিরে আসা পৃথিবীর কাছে
তার মধ্যে যে অনন্ত দুঃখ খেলে,
ফিরতে চাই না সে ভাবে।
ফিরতে চাই গাছের মত
তোমার বুকে।
ফিরতে চাই
তোমার শিরার ভেতরের রক্তের মত।
ফিরতে চায়
সমুদ্রের ঢেউ এর মত।
ফিরতে চাই
বাতাসের মত।
ফিরে আসতে চাই
তোমার হৃদয়ে হৃদস্পন্দনের ভিতর।