ফিরিয়ে নাও
এবার নীল সন্ধ্যা আসার আগে
নীল সমুদ্রের ঢেউ তটে আসার আগে।
ফিরিয়ে নাও
গাঙ চিলের ক্লান্ত ডানা ঘুমানোর আগে
শিশিরের ঝরে পড়ার আগে।
ফিরিয়ে নাও
পাতার ঝরে পড়ার আগে
ক্ষুব্ধ ঝড়ে জাহাজ ডোবার আগে।
ফিরিয়ে নাও
রেখো না আর দূরে আর দূরে
জীবনের ওপর জীবন যদি নাই জ্বলে।