ফিরে যেতে চাই
শৈশবের দিনগুলোতে।
ফিরে যেতে চাই আমার
ছোট্ট কুটিরে।
ফিরে যেতে চাই
গ্ৰামের ধূলো মাখতে।
ফিরে যেতে চাই
এঁটেল কাদার পুকুরখানিতে।
দর্জি পুকুরের পিটুলি গাছ থেকে
ঝাঁপ দেব শান্ত জলে।
দুপুরে চুপিচুপি ছিপ হাতে
তেলাপিয়া মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
ফিরে যেতে চাই
বাঁশবাগানের মর্মর শব্দ শুনতে
ফিরে যেতে চাই
ডান্ডাগুলির খেলার জন্যে ।
ফিরে যেতে চাই
পুতুল খেলার দিনগুলিতে।
ফিরে যেতে চাই
শিশুর কিতকিত খেলাধূলাতে।
ফিরে যেতে চাই
দুপুর বেলা ভাত খেয়েই লুকোচুরি খেলাতে।
বুড়ো- অসুখ গিলে খায় সব কিছু
ঠেলে দেয় একাকিত্ব।