যদি ফিরে আসে বুদ্ধ
ফিরে আসবে কি সে?
দিত তবে সে  নতুন জীবন সুধা।
মন শুকিয়ে কাঠ হয়ে যায়
তবু  দেয় না জীবনদায়ী সুধা সে।
ফিরে আসে যদি বুদ্ধ
ফিরে আসবে কি সে?
ফিরে আসুক বুদ্ধ ফিরে আসবে সে।
ফিরে আসবে সুধা প্রেম
শুষ্ক মন সতেজ হয়ে উঠবে।