তোমাকে দেখতে চাই আঁখি
ধরা নাই দাও অবগুন্ঠন খুলি।
এসো ভেঙে দাও দ্বার খানি
দেখতে চাই তোমার আঁখি।

তোমাকে কি বেঁধে রেখেছে সে ?
অন্ধকার ঘরে তোমার জীবন
চেয়েছিলে কি  জীবন প্রেমহীন?
এসো চলে ভেঙে দাও আবরণ।

ঘুরি দূরদূরান্তে প্রেম পিয়াসী
বাইরে এসো এবার সখী।
দেখতে চায় তোমার রুপ খানি
ফিরিয়ে দেবে না এবার জানি।

ভেঙে দাও তব ঐ বাঁধন
বাইরে এসে দেখো কাঁদে মন।
বাইরে খেলে সবাই মুক্তালোকে
আঁধারে কেন লুকিয়ে রাখে তোমারে সে।

বাইরে এসো  সব দ্বিধা ভেঙে
হাতটি ধরো এবার ভালোবেসে।
দেবো না ফিরে যেতে ঐ আঁধারে
জগৎ কত সুন্দর দেখবে চোখে।