তোমাকে আজ মধ্যরাতে
হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেছি
তুমি হয়ত এখনও দেখোনি !
হোয়াটসঅ্যাপের ডবল টিক এখনও নীল হয়নি
আমি জানি তুমি অনেক রাত এখনও জাগো!
তুমি রাত কে আগের মত এখনও ভালোবাসো
এখনো তুমি নক্ষত্রভরা আকাশের দিকে তাকিয়ে থাকো।
নীশিথের ঝিঝি পোকার ডাক এখন হয়ত তুমি শুনছ
আমি আর আগের মত রাত জাগতে পারিনা ।
আমার নীল আকাশ এখন কালো মেঘের শাসনে
আজকে হয়ত সারারাত ঘুম ফাঁকি দেবে।
কিন্তু এখন আমার পাথর মনে আবার সবুজ ঘাস জন্মেছে
শিশিরের দানা গুলো ঘাসের ডগায় খেলা করে  
লাল সূর্য এখন আমার চোখে গোলাপ হয়ে ফোটে।

জীবনে চলার পথে আমার চোখ খুলে গেছে
আমার কাপুরুষের মত তোমায় -চলে আসা ছেড়ে।
কোন‌ মায়া বা মোহে পথ ভ্রষ্ট হয়েছি বারে বারে
জানি না আমার মন কোন জড়িয়ে গেছিল পাঁকে ।
ভেবেছিলাম সেখানে পদ্ম ফুলের চাষ হবে
আজ আর কিছু সঙ্গে নেই- আছে শুধু নিঃসঙ্গতা জড়িয়ে।
ফিরে এসো তুমি আর একবার ফিরে এসে নাও আমাকে
ক্ষমা করো ,ক্ষমা করে আর রেখো না দূরে ।

বাইরে পাখি ডাকতে শুরু করেছে
মানুষের আনাগোনা আবার শুরু হয়েছে
পূর্ব আকাশে গোলাপী সূর্য বিশ্রামের পর আবার জেগেছে
আমার চোখ এখন হোয়াটসঅ্যাপের ডবল টিকে
কখন নীল হয়ে আবার গোলাপ হয়ে ফুটবে।