ভোরের আলোয় তুমি আর আমি
ধ্রুবতারা তখন আকাশে
মলিন হয়নি তার আলো
ফ্যাকাশে ভাঙা চাঁদ
তাকিয়ে পৃথিবীর দিকে।
হেঁটে চলি অনন্ত পথে
ভালোবাসার স্রোতে
কত দূর ভেসে যাব
জানে না সময় যে।
ভালোবেসে তুমি আর আমি
বার হয়েছি ভোর রাতে
ধ্রুবতারা দেখাবে না পথ
দিনের আলোর ভয়ে।
ভালোবাসার অনেক চোখ
চলার পথে খোলে।
তিন আঙুলের কথা দুর্যোধন জানে।
ফেরার আর পথ নেই সাথী
ধ্রুবতারা দেখাবে না পথ
আমরা আর ফিরবো না
নিখিল বিশ্বে শান্তির জায়গা
খুঁজে নেব হাতে হাত রেখে।
লড়াই বাইরে - লড়াই ভিতরে
অসহায় কর্নের কথা সবাই জানে।