এসেছিলে যখন ধরায়
মানব শিশু রুপে মানবের মাঝে
ছিল কোন বোধ ?
সেঁটে গেছে ধর্মের নামাবলী
বিভাজিত হয়ে গেছে
হিন্দু- মুসলমান -খ্রিস্টান -বৌদ্ধ -জৈন ।
হারিয়ে গেছে মানুষের লেবেল
জড়িয়ে গেছে ধর্মের বেড়ায়।
যত বড় হয়েছো ততই ধর্ম বিষ
সারা শরীর করেছে নীল।
ভুলে গেছো জন্মের সময়
ছিল কি কোন ধর্ম?
না নিস্পাপ শিশু?

ধর্ম, ধর্ম করে জাঁতাকলে
পিষে মরছে মানবতা
আর কোন প্রজাতি আছে কি?
ধর্ম, ধর্ম করে মারে  নিজ প্রজাতি।
শরীরে বয় যে রক্তধারা
তাতে কি লেখা আছে ধর্মের বেড়া?
মৃত্যুর কোলে যখন ঢোলে
লাগে রক্ত বাঁচতে হলে
সেখানে কি দেখেছ ধর্মের বেড়া?
কি আর হবে ?
ব্যর্থ হয়েছে কত মহাপুরুষ ।
ভালোবাসার বানী রাজনীতির পাঁকে
চাপা পড়ে হয়নি পঙ্কজ।
শিক্ষা যেথায় যোগ শেখায়
ছাত্র শেখে বিভাজন।
যোগ করতে ভুলে যায়
শিক্ষক যেথায় অশিক্ষক।
কবে পড়েছি "বাঘ বাঘের মাংস খায় না"
এখন পড়ি -মানুষ মানুষের রক্ত চায়!