দেওয়ালটা আজও- ঐ রকমই আছে
তুমি দেওয়ালের ঐ পারে,
আর আমি এপারে।
প্রেম দেওয়ালে যায় আটকে।
কত পরিবর্তন ঘটেছে গেছে
রাজা মহারাজা ইতিহাসের পাতাতে
তবুও ঐ দেওয়াল আজও হয়নি ইতিহাস।
চীনের প্রাচীর হয়ত কাল চক্রে লীন হবে
কিন্তু ঐ দেওয়াল কি কোন দিন ভাঙবে?
কতবার ভেবেছি ভেঙে দিয়ে তারে
তোমার কাছে চলে যায় আর বলি
চলো আমরা যায় চলে দূরে।
জানি না কিসের তৈরী সে দেওয়াল !
আঘাতে আঘাতে ভাঙে না,
মন ভেঙে টুকরো হয়ে যায়
দেওয়ালটা তবু একটু সরে না।