দাবি ছিল পাহাড়ের মত
পেয়েছি ছোট নুড়ি!
দাবি ছিল সমুদ্রের মত
পেয়েছি ছোট ডোবা!
দাবি ছিল বিশাল আকাশ
পেয়েছি ছোট ছাদ!
দাবি ছিল জীবনে অনেক
পেয়েছি ক্ষুদ্রতর!
দাবি ছিল গভীর প্রেম
পেয়েছি অগভীর!
দাবি ছিল দুর্নীতি মুক্ত
পেয়েছি?
দাবি ছিল সাম্যের
পেয়েছি?
দাবি ছিল ন্যায় বিচার
পেয়েছি?
দাবি ছিল শান্তির
পেয়েছি?