প্রতিবছর একটি করে চৌদ্দ ফেব্রুয়ারি আসে
প্রতিবছর ভাবি এবার তোমায় দেব লাল গোলাপ,
মন -বাগিচায় যত্ন করে গড়ে তুলি গোলাপ গাছ।
কুঁড়ি আসে  গাছের প্রতিটি ডালে ডালে
রোমান্টিক মন সেজে ওঠে গোলাপ ফুটবে বলে গাছে।
বুনেছিলাম কত রঙের গোলাপ মন -বাগিচায়
প্রতিকুল আবহাওয়ায় মন- জমি গেছিল শুকিয়ে ।
এবার চৌদ্দ ফেব্রুয়ারি হতেই হবে আবহাওয়া অনুকুলে।
কুঁড়ি ফুটে গোলাপ দিচ্ছে পাঁপড়ি মেলে মন- বাগিচায়।
এবার তোমায় দেব গোলাপ- দেবই ঐ লাল গোলাপ
আর বলব তোমায় জোরে -ভালোবাসবে আমায়!