আমার প্রেম পাগল হয়নি
তার প্রেমও পাগলী হয়নি,
তাই প্রেম উন্মাদ হয়নি ।
ছিল কত বাসনা মনে
খাদের কিনারে দাঁড়িয়ে
তারে নিয়ে ঝাঁপ দিতে
তরঙ্গময় সমুদ্রে!
ছিল না প্রেমে পাগলামী
তাই উঁচু পাহাড়ে চড়া আর হয়নি।
দেবদারু গাছের ফাঁকে
দাঁড়িয়ে গেছে প্রেম যে।
প্রেমের রঙের আবির
হাতের মুঠোয় গেছে থেকে ।
হয়নি তার প্রেম -পাগলী
হয়নি যে আমার প্রেম- পাগল।
পাগল -পাগলী হয়নি বলে
প্রেম -ধূলো আর হয়নি মাখা যে।