তারে ভুলে যেতে চাই
তবুও কেন বারে বারে
সে সামনে এসে দাঁড়ায়।
অনুভবে আছ অনুভবে থেকো
সামনে  নাহি চায় এসো।
অনুভবে  পাগলী তুমি
অনুভবে  পাগল আমি।
অনুভবে বাঁধি তোমারে
চেতনা  দেয়নি প্রকাশ তোমারে।
দিতে পারি না স্রোতের প্রতিকূলে
গা ভাসিয়ে দিতে তোমারে নিয়ে ।
অনুভবে সাঁতার দিই তোমারে নিয়ে
চেতনা দেয় না বাঁধা তাতে যে।
অনুভবে তুমি সুন্দর চোখে
চেতনে তোমারে যায় এড়িয়ে ।

চেতনা তোমারে ছেড়েছে কবে
অনুভবে আছ, থেকো অনুভবে ।
সামনা সামনি নাহি হল দেখা
অন্তরে আছো অন্তরে গাই গাথা।
অনুভবে তোমারে  সর্বদা পায়
চেতনা তোমারে দূরে চায়।
অনুভবে তুমি এখনো জাগ্ৰত
চেতনা নাহি বাঁধা দেয়।