আট- দশটা সরু শিক
মধ্যে একটা পাতলা দন্ড
এক টুকরো কাপড়ের ফালি
আমি ছাতা নানা রঙের ।
আমারে ছাড়া চলে কয়জন
গ্ৰীষ্ম, বর্ষায় বেশি হয় প্রয়োজন।
আর কি বলব বন্ধু বর্ষায়
আমায় ছাড়া পস্তায় রাস্তায়।
কম দামে, বেশি দামে
বিক্রি হয় দুমদাম।
বড় লোক কিংবা গরীব লোক
সবার ঘরে আমার প্রয়োজন।
কোম্পানি নামিদামি
নক্সা হররকমারি
হাটে বাজারে সব জায়গায়
আছে আমার ঠাঁই।
স্বামী-স্ত্রী বা প্রেমিকা যুগলে
মাথায় ধরে আমায় যখন
রোমান্টিক কথা বলে
প্রেম জাগে আমার অন্তরে ।
কারোর সাথেই অনেক বছর
কাটিয়ে দিই ভালোবেসে।
কারোর ভাগ্যে হয় নাকো
গভীর প্রেম আমার সাথে।
সুখ দুঃখে সবার সাথী
খুঁজে ফেরে আমাকে ।
সারাবছর পাবে আমায়
কারোর না কারোর মাথায়।