ছোট ছোট কচি কচি সবুজ পাতা
পিঠে ঝুড়ি বেঁধে তোলে যত মহিলা ।
সকাল থেকে দুপুরে পাতা তুলে  যায়
রৌদ্র -জলে ভিজে ছাতা মাথায়।

কচি কচি সবুজ সবুজ পাতা
তোলে যে যত বেশি তার তত টাকা!
দিনে তুলিতে পারে যদি কেজি চল্লিশ
দিনের শেষে মজুরি পায় একশ চল্লিশ।

দূর থেকে চা পাতা সবুজে ভরপুর
দেখে চোখে আরাম লাগে বহুত।
পাতা তোলা দৃশ্য লাগে সুন্দর
সবুজের নীচে অন্ধকার বহুত।

সবুজ চা পাতা হয় কালো
শ্রমিকদের জীবনেও নেই আলো।
মালিকদের বাড়ি হয় অট্টালিকা
শ্রমিকদের নেই ঘর পাকা।