কোন এক শীতের সন্ধ্যায়
সে আর আমি কার্জন গেটে
কোলাহলে ভরে আছে চারধারে
আমি আর সে ভালোবাসার কথায় মগ্ন যে।

জমে পসার ফুটপাতে
হরেকরকম দাম আসে কানে
আমাদের রোমান্টিক মুডে
তাদের করুন ছবি ভেসে ওঠে।

কত লোকের চলে বিকিকিনি
কত প্রেমের চলে ছিনিমিনি ।
কত প্রেম যায় শুকিয়ে
জীবন বাঁচার তাগিদে।

লর্ড কার্জনের মৃদু হাসি
তার নীচে আমাদের জুড়ি।
প্রেম ভরপুর সন্ধ্যাবেলায়
বিসি রোড ধরে আমরা চলি।