শিশির ,অনতি দূরে তুমি
ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ের তলে,
নেমে আসো সন্ধ্যায় ,
জংলী টগর খোঁপায় গুঁজে মনে হয়
আসো তুমি আমার দরজায়।
সারাদিনের রক্তচোষা খাটুনির পর,
মন- চোখ তোমারে দেখে শান্তি চায়,
পাশে ঘরে নিত্য কোলাহল বেজে যায়,
রোমান্টিক মুড জলে যায়।
রজনী ফুলের খোঁপায় তোমায় ভাবি,
নিত্যদিনের হিসেবে পয়সা পড়ে কম ,
রাস্তার ধারে পড়ে থাকে অবহেলায়,
বুনো ফুলের খোঁপা গেঁথে নিই।

অভাবের সংসারে প্রেম ধুকে ধুকে মরে,
সারাদিনের পরিশ্রম সব নেয় চুষে।
সন্ধ্যেবেলায় মালা হাতে আসি যখন ঘরে,
পাশের ঘরে নিত্যদিনের সন্ধ্যাধ্বনি বেজে ওঠে।
মনের প্রেম সাগরে  ভয়ংকর ঢেউ ওঠে,
বেরিয়ে পড়ি  ঐ পাহাড়ের তীরে ।
তুমি যেথায় থাকো কুয়াশার চাঁদর পড়ে ,
জংলী ফুলের মালা পড়িয়ে দিই তোমার খোঁপাতে।
শিশির  ,একটু শান্তি পায় তোমার সান্নিধ্যে,
সারাদিনের পরিশ্রমের ক্লান্তি যায় মুছে।
মাইনে কম সংসার অনেক বড়,
সংসার জাহাজ ঠেলতে ঠেলতে ক্লান্ত ।
পাহাড় পাড়ের সবুজ ঘাসের চাদর পেতে,
কাঠ মল্লিকার গন্ধে ভরে ওঠে
শিশির, তোমার আমার মন।