ভালোবেসে যতবার ছুঁতে গেছি তোমায়-
সরিয়ে দিয়েছ ততবার তুমি আমায়।
এ হাত ছিল ভালোবাসার নয় কি?
তোমার কাছে আজ হিংস্র এ হাত কি?
কাপুরুষের হাতের মত ভেবে-
সরিয়ে দিচ্ছে কি বারে বারে?
গতকাল তো তুমি এমন ছিলে না,
প্রশস্ত বুকে মাথা দিয়ে ঘুমিয়ে ছিলে,
বিশ্বস্ত হাতটি ধরে স্বপ্ন দেখেছিলে।
তবে কি রক্তমাখা ঐ মেয়েটার মুখ ?
যার কোমল শরীরটা ছিঁড়ে খেয়েছে শকুন।
তোমার অন্তরকে করেছে কি ফালাফালা ?
তাই কি আজ ঘৃনা জন্মাছে আমার প্রতি?
আমি তো সেই শকুনের দলে নই,
আমি তো সেই হাজার হাজার পুরুষের মত-
যাদের রয়েছে বিশ্বস্ত হাত,প্রশস্ত বুক।
যে হাত ধরে তুমি সুন্দর ভবিষ্যতের কথা ভাবো,
যে হাত তোমাকে দেখায় অন্ধকারে আলো ।
সেই হাত -আজ কেন এত দূরে রাখো?
হাতে হাত রাখো- বিশ্বস্ত হাতটি ধরো।