একই কলেজে পড়ে তারা
বইয়ের অধ্যায় গুলো সব এক
শুধু বিশ্বাসের পথ হয়নি এক
জড়িয়ে গেছে কবে প্রেম ধর্মে
বুঝতে পারিনি  ভিন্ন তারা যে।
প্রেমের নেই কোন সীমা রেখা
জ্যামিতি ঐসব বোঝে কি?
নব্বই ডিগ্রী কোণ হয়ে গেছে
পঁচানব্বই কবে  টের পায়নি  ।
মাস্টার মশাইয়ের চোখে ,
বড় বড় লেগেছে পঁচানব্বই কোণ,
ছিল পেন্সিল হাতে,
আর দেয় সীমারেখা টেনে।
দুটি কোণ ভিন্ন তাদের পথ
নব্বই- পঁচানব্বই এর বিন্দু যে এক।