দুই হাজার চব্বিশ
ভুলে যেতে চাই তোমায়
ভালো মন্দে তুমি গেলে
আসুক তোমার অনুজ পঁচিশ আনন্দে।
দুই হাজার চব্বিশ
তোমায় করেছে রক্তাক্ত
স্বার্থ লোভীর কাছে
তোমার প্রেম হয়েছে পরাজিত।
দুই হাজার চব্বিশ
তোমাকে ছেড়ে যেতে হবে
নব পঁচিশের আগমনে
আশীর্বাদ করো তাকে ভালোবেসে।
তোমার সাথে তাদের দাও
বিসর্জন করে ।যারা ঘৃণায়
তোমাকে করেছে কলুষিত।
তোমার অনুজকে দাও শান্তিতে থাকতে।