ভালোবেসে করেছিল বিয়ে
এক বছর আগে ।
চার হাত এক হয়ে ছিল
জজ সাহেবের সামনে।
বাড়ির লোকের ছিল না মত
ছেলের পক্ষে।
মেয়ের বাড়ি দেয়নি মত
মেয়ের পক্ষে।
ছেলে মেয়ে দুজনেই
রাজি ছিল বিয়ের পক্ষে।
তাই করেছিল বিয়ে
জজ সাহেবের সামনে।
ছেলে পক্ষ মস্ত বড়
টাকাপয়সা ছড়াছড়ি ।
মেয়ে পক্ষ মাস মাইনে
সংসারে বড্ড টানাটানি।
যতবড় বাড়ি তত দাবি
মেয়ে পক্ষ হয় হয়রানি ।
বাবার পয়সায় ছেলের
ভরে পকেট মানি।
বউ এর কোন নেই দাবি
যা লাগে দেবে শ্বশুর বাড়ি।
মস্ত বাড়ি কাজ বেশি
সারাদিন মেলে শাড়ি।
কাজের মেয়ে বড় অভাব
ছেলের বউ দেবে ঝাঁট।
মেয়ের মা বাপ ফেলে জল
মেয়ে সারাদিন মোঝে ঘর।
ছেলে বলে থাকতে হলে এ বাড়ি
চলতে হবে তাদের মর্জি।
মেয়ে বলে পারছি না আর
ছেলে বলে যাও বাপের বাড়ি আবার।
ছেলে মেয়ে কোর্টে হাজির
বিচ্ছেদের নিয়ে আর্জি।
চার হাত হল ছাড়াছাড়ি
জজ সাহেবের সামনে।